শিরোনাম
দেশের বাজারে কমেছে সোনার দাম। ভরি প্রতি কমানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। দাম কমানোর এমন ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বুধবার (১৮ মার্চ) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, নির্ধারিত নতুন দাম অনুযায়ী, প্রতি গ্রাম সোনার দাম কমছে ১০০ টাকা। আর প্রতি ভরি সোনায় ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে। তবে রূপার দাম অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়।
২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৬০ হাজার ৩৬১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৫৮ হাজার ২৮ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫৩ হাজার ১২ টাকায় বিক্রি হবে। অপরদিকে সনাতন পদ্ধতিতে স্বর্ণের ভরি কমে হবে ৪০ হাজার ২৪০ টাকা। তবে ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম (৯৩৩ টাকা) অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টাকার বিপরীতে ডলারের মূল্য কমে যাওয়ায় দেশের বাজারে সোনার দাম কিছুটা কমেছে। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারেও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক মাস আগে অর্থাৎ গত ১৯ ফেব্রুয়ারি সোনার দাম বাড়িয়েছিল বাজুস। প্রতি গ্রাম সোনার দাম বাড়ানো হয় ১০০ টাকা। ফলে ভরি প্রতি সোনার দাম বেড়ে দাঁড়ায় এক হাজার ১৬৬ টাকা। এর আগে গত ৫ জানুয়ারি সোনার দাম বাড়ানো হয়।
নামাজের সময়সূচি | |
---|---|
October 11, 2024 | |
Fajr | 4:38 am |
Sunrise | 5:50 am |
Zuhr | 11:45 am |
Asr | 3:57 pm |
Maghrib | 5:39 pm |
Isha | 6:51 pm |
Dhaka, Bangladesh |