শিরোনাম
একাধিক পএিকায় সংবাদ প্রকাশের পরে বন্ধ করে দেয়া হল বরিশাল আন্তর্জাতিক বানিজ্য মেলা। উদ্বোধনের দু’দিনের মাথায় জেলা প্রশাসকের নির্দেশে বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজ রোববার দুটুরে ঘটনাস্থলে গিয়ে মেলা বন্ধ করে দেন। বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ‘দেশে করোনাভাইরাস নিয়ে মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। এজন্য সভা-সমাবেশ এবং গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তার মধ্যেই নিষিধাজ্ঞা থাকা সত্বেও বরিশাল আন্তর্জাতিক বানিজ্য মেলা শুরু করা হয়। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বানিজ্য মন্ত্রণালয়ে সাথে কথা যোগাযোগ করে বরিশাল আন্তর্জাতিক বানিজ্য মেলা বন্ধ করে দেয়া হয়েছে। আশা করছি পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত বানিজ্য মেলা আর চালু হবে না। অপরদিকে বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন, ‘মেলার জন্য বিআইডব্লিউটিএ’র মেরিন ওয়ার্কসপ মাঠ ব্যবহারের অনুমতি দেয়া হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মেলার জন্য মানুষের ক্ষতি হবে ভেবে রোববার দুপুরে জেলা প্রশাসকের নির্দেশে আমি নিজে মেলার মাঠে গিয়ে বানিজ্য মেলা বন্ধ করে দিয়েছি। বিষয়টি নিয়ে বানিজ্য মন্ত্রণালয়ের সচিব জাফর উদ্দীন এর সঙ্গে যোগাযোগ করতে তার ব্যবহৃত মুঠোফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। অবশ্য ইতিপূর্বে মেলার উদ্বোধনের বিষয় নিয়ে বানিজ্য মন্ত্রণালয়ের সচিব এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছিলেন। প্রসঙ্গত, ‘গত শুক্রবার জুমা নামাজের পরে স্থানীয় মসজিদে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে বরিশাল আন্তর্জাতিক বানিজ্য মেলার উদ্বোধন করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে এ মেলা শুরুর বিষয়টি নিয়ে সাধারণ মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তাছাড়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে সংবাদ প্রকাশ সহ। এর পর পরই টনক নড়ে যায় সংশ্লিষ্ট প্রশাসনের। অতঃপর রোববার দুপুরে বরিশাল আন্তর্জাতিক বানিজ্য মেলা বন্ধ করে দেন তারা।
নামাজের সময়সূচি | |
---|---|
February 6, 2025 | |
Fajr | 5:19 am |
Sunrise | 6:33 am |
Zuhr | 12:12 pm |
Asr | 4:11 pm |
Maghrib | 5:51 pm |
Isha | 7:04 pm |
Dhaka, Bangladesh |