শিরোনাম
মুশফিক হাওলাদার ভোলা প্রতিনিধিঃভোলার লালমোহনের কৃতি সন্তান সৈয়দ সাইফুল ইসলাম জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে।
প্রায় দুই দশকের বেশী সময় ধরে সাংবাদিকতায় অবদান রেখে আজ এ সদস্য পদ পাওয়ায় ভোলার সর্বস্তরের গণমাধ্যম কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ বিরাজ করছে। সৈয়দ সাইফুল ইসলাম দেশের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি গণমাধ্যমে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তার জন্মস্থান ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নে। পরবর্তীতে লালমোহনে বসতি স্থাপন করেন। লালমোহনে অবস্থান কালে তিনি লালমোহন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। ভোলা সরকারি কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞানে উচ্চ শিক্ষা অর্জন করা এবং সাংবাদিক জাতীয় পত্রিকা আমাদের সময়, ভোরের ডাক, শীর্ষ নিউজ সহ বেশ কয়েকটি প্রসিদ্ধ গণমাধ্যমে কাজ করেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আমার সংবাদের রিপোর্টার ইন চীফ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জাতীয় প্রেসক্লাবে স্থায়ী সদস্য পাওয়ায় লালমোহন ও ভোলার সর্বস্তরের গণমাধ্যম কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।