শিরোনাম
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চাদরে হাঁটে বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়। এ বছর মিলন মেলায় অংশ নিতে চরমোনাই ইউনিয়নের সর্বস্তরের জনগন সহ সদর উপজেলার অনন্য ইউনিয়নের ও অনেক মানুষ দেখা যায়। চাদের হাটের এই আনন্দ ভোজন এর আয়োজন করেন চরমোনাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহতাদীন হিমেল, সোহেল খন্দকার, শেখ শামিম,সহ স্থানিয় সর্বস্থরের জনগণ। দীর্ঘদিন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর একটা মিলন মেলা অনুষ্ঠিত করে। এই মিলন মেলায় অংশ নিয়ে সাধারণ মানুষের মনে খুব ভালো লাগার কথা সোনা যায়। আনন্দ ভোজন এর আয়োজন করেন চরমোনাই ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করে আয়োজন কমিটি ও চাদের হাট বাসিকে আমন্ত্রিত অতিথিরা ধন্যবাদ জানান। সবাই বলে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চাদরে হাঁটে বার্ষিক মিলন মেলা ও আনন্দ ভোজন সদর উপজেলার একটি ঐতিহ্য। এখানে এসে আমরা সবাই খুব আনন্দিত ও খুশি হই।এবছর চাদের হাট আনন্দ ভোজনে ১৫০০ লোকের সমাগম হয় বলে জানা যায়।
নামাজের সময়সূচি | |
---|---|
October 11, 2024 | |
Fajr | 4:38 am |
Sunrise | 5:50 am |
Zuhr | 11:45 am |
Asr | 3:57 pm |
Maghrib | 5:39 pm |
Isha | 6:51 pm |
Dhaka, Bangladesh |