শিরোনাম
নিজস্ব প্রতিবেদক।।
ঝালকাঠি সদর উপজেলার ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাঁচাবালিয়া গ্ৰামের অনেক অসহায় পরিবার বর্তমান করোনা পরিস্থিতিতে খুব কষ্টে দিনযাপন করছেন অভিযোগ রয়েছে অসহায় পরিবারগুলো এখন পর্যন্ত সরকারিভাবে বরাদ্দকৃত কোন ত্রান সামগ্রী পায়নি। ত্রান পেয়েছেন জনপ্রতিনিধি কাছের লোকজন ও তাদের স্বজনরা।
জানা গেছে, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গৃহবন্দি হত দরিদ্র এবং অসহায় মানুষের ত্রান সামগ্রী প্রদান করছে সরকার। আরো এগিয়ে আসছে সমাজের হৃদয়বান লোকজন ও বেসরকারী বিভিন্ন সংস্থা। তবে ইতিপূর্বে সরকারি ত্রাণসামগ্রী সেনাবাহিনীর মাধ্যমে বিতরণের দাবী উঠে দেশের বিভিন্ন প্রান্তে।
ভুক্তভোগী কাঁচাবালিয়া একাধিক দিনমজুর বলেন করোনা পরিস্থিতির কারণে বর্তমানে আমাদের কোন আয় নেই পরিবার কে নিয়ে ঘরবন্দি হয়ে আছি , আর সরকারিভাবে বরাদ্দকৃত ত্রান আমাদের কেউ দেয়নি। তাই দুমুঠো ভাত খেতে ঠিকমত খেতে কষ্ট হয়। আর সরকারি ভাবে বরাদ্দকৃত ত্রান সামগ্রী আমরা পাইনা, সব মেম্বারের লোকজন পায়। তাই পরিবার নিয়ে খুব কষ্টে আছি।
এবিষয়ে ইউপি সদস্য মনির হোসেন মুঠোফোনে জানান,, আমার নির্বাচিত এলাকায় অধিকাংশ পরিবার অসহায়। সরকারি ভাবে বরাদ্দকৃত ত্রান সামগ্রী খুব শীঘ্রই সকলের মাঝে পর্যায় ক্রমে বিতরণ করা হবে। আমি ব্যাক্তিগত ভাবে অনেক হতদরিদ্র পরিবারের মাঝে সাহায্য সহযোগিতা করছি।