শিরোনাম
রাকিব হাওলাদারঃ আজ বরিশালে ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদ্রাসার ৩৭ তম শাখার ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান – ২০১৯ ও সবক অনুষ্ঠান – ২০২০ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা সদরুদ্দীব মাকনূন (প্রিন্সিপ্যাল, ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদ্রাসা, ঢাকা কেন্দ্র), বিশেষ অতিথি শাহ মুহাম্মাদ শরিয়াতুল্লাহ ( অধ্যাপক ও দুধল ইসলামীয়া ডিগ্রী মাদ্রাসা)। ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদ্রাসার বরিশাল শাখার প্রিন্সিপ্যাল আবুল হাসান মাহম্মাদ ইয়াহিয়া জানান, ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদ্রাসার প্রধান লক্ষ্য বাংলা শিক্ষার পাশাপাশি কুরআন দেওয়া। যাতে সমাজের সাথে তালমিলিয়ে চলতে পারে ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদ্রাসা শিক্ষার্থীরা।