শিরোনাম
স্টাফ রিপোর্টঃ করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে বরিশালে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন ত্রাণ বিতরণ করছে। প্রতিদিন বিভিন্ন ভাবে কর্মহীন খেটে খাওয়া মানুষের দ্বারপ্রান্তে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ত্রাণ সামগ্রী। গতকাল ৬ এপ্রীল রাত ৮ টার দিকে নগরীর ভাটিখানা এলাকায় কর্মহীন তিনটি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনা তার প্রতিনিধি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ৩ টি নিম্নআয়ের খেটে খাওয়া পরিবারের ঘরে ঘরে এ সাহায্য পৌঁছে দেন।প্রত্যেকটি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল এবং একটি সাবান ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয়। এদিকে বিকেলে নগরীর নাজিরমহল্লা এলাকায় জাতীয় দৈনিক ডেইলি স্টার পত্রিকার উদ্যোগে জেলা প্রশাসক বরিশাল এর পক্ষে তার প্রতিনিধি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এর মাধ্যমে ১৭ টি কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় ডেইলি স্টার পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।