শিরোনাম
লালমোহন (ভোলা) প্রতিনিধি::- ভোলার লালমোহনে বাড়ি যাতায়াতের রাস্তা বন্ধ করে জোরপূর্বক ঘর উত্তোলন ও কাঁটাতারের বেড়া দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার সাবেক চরভূতা ২নং ওয়ার্ড, বর্তমান লালমোহন পৌরসভা ১২ নং ওয়ার্ড গোলদার বাড়িতে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানাযায়, প্রবাসী মো.শাজাহান মিয়ার দীর্ঘ দিনের ভোগ দখলীয় খরদা সম্পত্তি এস এ ৬৬৫ এস এ জমাখারিজ খতিয়ানের ৩৪৩/৩৫৬ নং দাগ ভূক্ত হাল জরিপের ডিপি নং ১৩৬৪ ও ৩২২০ নং খতিয়ান হাল দাগ নং ৭৪৭, ৮০৪ এর জমি জবরদখল করে ঘর উত্তোলন ও কাঁটাতারের বেড়া দেয় একই বাড়ির মৃত আনিচল হকের ছেলে মো.অহিদ,জাকির,খলিল,বেল্লাল।
এ ঘটনায় প্রবাসী শাজাহান মিয়ার স্ত্রী জানান,বিবাদীরা আমার আপন ভাই এরা কোনো বিচার ফয়সালা মানেনা।আমার স্বামী প্রবাসে থাকে বিবাদী অহিদ গংরা দীর্ঘদিন ধরে আমাদেরকে বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করে আসছে।আমাদের জনবল না থাকায় এরা যে কোন সময় মারধরসহ জীবন নাশের হুমকি দিয়ে আসছে এবং আমাদের জায়গা জমি জবর দখলের পায়তারা দিয়ে আসছে। তাদের সাথে আমাদের জমিসংক্রান্ত বিচার ফয়সালা চলমান রয়েছে এ অবস্থায় আমাদেরকে হুমকি ধামকি দিয়ে ঘরের ভিতর অবরুদ্ধ করে আমার খরিদা ৪ শতাংশ জমি দখল করে। এ ছাড়া আমাদের পিতা মাতার ওয়ারিশি সম্পত্তি জোরপূর্বক দখল করে পথের মধ্যে ঘর উত্তোলন করে।এদের ক্ষমতা ও টাকা পয়সা আছে তাই এদের ব্যাপারে এলাকার কোনো লোক মুখ খোলার
সাহস পায়না। এ ঘটনায় তদন্ত পূর্বক সঠিক ফয়সালার দাবি করেন।
অপরদিকে অভিযুক্ত অহিদ উল্টো ভিযোগ করে জানান, আমরা আমাদের খরিদা ও ওয়ারিশি সম্পত্তিতে ঘর নির্মাণের কাজ করতেছি।