শিরোনাম
বরিশালে সামজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে জেলা প্রশাসনের সচেতনতামূলক অভিযান।বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। আজ ১০ মে রবিবার বিকাল থেকে বরিশাল মহানগরীতে ১ টি মোবাইল কোর্ট টিম মাঠে অভিযান পরিচালনা করেন। বরিশাল নগরীর বাংলাবাজার, আমতলার মোড়, সাগরদী ও পুলিশ লাইন এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি দ্রব্যমূল্যের বাজার দর মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ নাজমূল হুদা। এ সময় রুপাতলী এলাকায় একাটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম অভিযান পরিচালনা কালে সহযোগিতা করেন। সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও সাস্থ্যবিধি মেনে চলার এ সচেতনতামূলক কার্যক্রম জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।