শিরোনাম
শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। করোনা পরিস্থিতির কারণে মৃত্যুবর্ষিকীর সব কর্মসূচি বাতিল করে ত্রাণ বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি তার পিতার ১৬তম মৃত্যু বার্ষিকীতে সব কর্মসূচি বাতিল করে পূবাইল মেট্রো থানার চারটি ওয়ার্ডে লকডাউনে থাকা ৩ হাজার হতদারিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে পূবাইলের চারটি ওয়ার্ডে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের নিয়ে ২১ সদস্য বিশিষ্ট ত্রাণ বিতরণ কমিটি বৃহস্পতিবার পূবাইল মেট্রোপলিটন থানার ৩ হাজার দুস্থ পরিবারে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির এই উদ্যোগকে একটি সময়পযোগী পদক্ষেপ হিসাবে দেখছেন ৩ হাজার দুঃস্থ পরিবার।
শ্রমিকলীগের কার্যকরী কমিটির সভাপতি আহসান উল্লাহ মাস্টার ছিলেন স্থানীয় জনগণ ও সারা দেশের শ্রমিকদের অত্যন্ত প্রিয়জন ও সবার রাজনৈতিক নেতা।
২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গী নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
আহসানউল্লাহ মাস্টারের জন্ম ১৯৫০ সালের ৯ নভেম্বর, তৎকালীন ঢাকা জেলার (বর্তমান গাজীপুর) সাবেক পুবাইল ইউনিয়নের হায়দরাবাদ গ্রামে।
নামাজের সময়সূচি | |
---|---|
October 11, 2024 | |
Fajr | 4:38 am |
Sunrise | 5:50 am |
Zuhr | 11:45 am |
Asr | 3:58 pm |
Maghrib | 5:40 pm |
Isha | 6:52 pm |
Dhaka, Bangladesh |