শিরোনাম

১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৩৯

ফোন পেলেই তিনি ছুটে যান করোনা রোগীর লাশ দাফনে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২০ ১০:২৩ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

পৃথিবীর অনেক স্থানের মতোই ভারতেও কোভিড-১৯ আক্রান্তদের মৃতদেহ শেষকৃত্য নিয়ে এক ধরনের অনীহা কাজ করতে দেখা গেছে স্বজনদের মাঝে। ফলে শেষকৃত্য নিয়ে দেশটির বিভিন্ন স্থানেই দেখা গেছে জটিল পরিস্থিতি তৈরি হতে।

এই পরিস্থিতি মোকাবেলায় ধর্মীয় বিধান মেনে মৃতদেহের শেষকৃত্য করার জন্য এগিয়ে এসেছেন ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের বাসিন্দা আবদুল মালাবারি (৫১)। গত তিন দশক ধরে তিনি বেওয়ারিশ দাফন করে আসছেন। খবর বিবিসির।

এতকাল তিনি কেবল বেওয়ারিশ লাশ শেষকৃত্য করে এলেও এখন করোনা পরিস্থিতিতে বদলে গেছে দৃশ্যপট। অনেক ক্ষেত্রে স্বজনরাও করোনা রোগীর শেষকৃত্যে এগিয়ে আসছেন না।

আবদুল মালাবারি বলেন, যে কোনো সময় ফোন পেলেই ছুটে যাই লাশ দাফনে বা সৎকারে। গুজরাটের মিরাটে এ পর্যন্ত যে ১৯ জন করোনায় মারা গেছে, সবার শেষকৃত্যই করেছেন আবদুল মালাবারি।

গুজরাটে এ পর্যন্ত ৩ হাজার ৫৪৮ জন আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে ২৪৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

গুজরাটের ডেপুটি পুলিশ কমিশনার আশিষ নায়েক বলেন, এ দুর্যোগের সময় আমরা যখনই আবদুল ভাইকে ফোন দিয়েছি, তখনই তিনি লাশ দাফনে এগিয়ে এসেছেন।

তার মতো মহানুভব সমাজসেবী আর দেখিনি।

এটি তার সামাজিক দায়িত্ব মনে করে গত তিন দশক ধরে করে আসছেন আবদুল মালাবারি। করোনা রোগীদের দাফন ও সৎকার করায় তিনি ও তার সহযোগীরা কেউই বাড়ি যান না।

তারা তাদের অফিসেই রাত কাটান, যাতে পরিবারের সদস্যরা আক্রান্ত না হন। শুধু করোনা রোগী নয়, এইডস রোগী মারা গেলেও দাফন করেন তিনি।

১৯৯০ সালে সকিনা নামে এক এইডস রোগী মারা গেলে তার পরিবারের কেউ পর্যন্ত তাকে দাফন করতে যায়নি। তখন আবদুল মালাবারিই এগিয়ে যান তাকে দাফন করতে।

এভাবেই তিনি সমাজ ও রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ ও শ্রদ্ধার মানুষ হয়ে উঠেছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 15, 2025
Fajr 4:52 am
Sunrise 6:03 am
Zuhr 12:07 pm
Asr 4:26 pm
Maghrib 6:10 pm
Isha 7:22 pm
Dhaka, Bangladesh
March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ