শিরোনাম
করোনাভাইরাস (কোভিড–১৯) সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার সম্পূর্ণ দায় চীনের, এই দাবি থেকে বিন্দুমাত্র সরে না এসে মার্কিন প্রেসিডেন্ট সেই দেশের ওপর আরও চাপ বাড়িয়ে তুললেন। গোটা পৃথিবী আজ যে সঙ্কটের মুখোমুখি হয়েছে তার জন্য চীনকে মূল্য দিতে হবে বলে শনিবার সরাসরি হুমকি দেন তিনি। এই ভাইরাস ছড়াতে শুরু করার আগেই চীন সেটা থামাতে পারত বলে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের জানান।
চীনের উহান শহর থেকে ছড়িযে পড়া মহামারীর দায়ভার সে দেশকে নিতে হবে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট বলেন, যদি তারা জেনেশুনে এই কাজ করে থাকে তাহলে অবশ্যই নিতে হবে।যদি এটা ভুল হয়, তাহলে ভুল ভুলই। ডিসেম্বর মাসে চীনের উহান শহরে কোভিড–১৯ এর প্রথম খোঁজ মেলে এবং তারপর থেকে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে সারা পৃথিবীতে এখন পর্যন্ত দেড় লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে।
এই ভাইরাস ছড়াতে দেওয়াটা নিছকই ভুল নাকি উদ্দেশ্য প্রণোদিত সেটা জানা দরকার বলে মন্তব্য করেন ট্রাম্প।যদি এই সংক্রমণ ছড়াতে দেওয়াটা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে থাকে তাহলে তার মূল্য চীনকে চোকাতে হবে বলে সরাসরি হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। এই বিষয়টি সম্পর্কে চীন আমেরিকাকে কিছুই জানতে দেয়নি, জানতে দিলে আমেরিকা বিষয়টির মধ্যে আগেই হস্তক্ষেপ করতে পারত বলে মন্তব্য করে প্রেসিডেন্ট
নামাজের সময়সূচি | |
---|---|
February 6, 2025 | |
Fajr | 5:19 am |
Sunrise | 6:33 am |
Zuhr | 12:12 pm |
Asr | 4:11 pm |
Maghrib | 5:51 pm |
Isha | 7:04 pm |
Dhaka, Bangladesh |