শিরোনাম
পাঁচটি সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সঙ্গে চলছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেরও সমান প্রস্তুতি। এরই মাঝে থেমে থেমে চলছে দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তির আলোচনাও। আর সে প্রসঙ্গেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মহানুভবতা’ ও ‘মানবিকতার’ প্রশংসায় পঞ্চমুখ বিএনপি নেতারা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বৈঠকে বসেন বিএনপি নেতৃবৃন্দ। ওই বৈঠকে খালেদার মুক্তি প্রসঙ্গে শেখ হাসিনার বন্দনায় মুখর হয়ে ওঠেন তারা। বিএনপি নেতারা মনে করেন, খালেদা জিয়ার মুক্তির একটি পথ খোলা আছে, তা হলো শেখ হাসিনার অনুকম্পা ও তার দয়া।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, আমি শেখ হাসিনাকে দীর্ঘদিন ধরে চিনি। আমার স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। উনি অনেক মানবিক। আপনারা এই সমস্ত স্টান্টবাজি বাদ দিয়ে সরাসরি তার সঙ্গে দেখা করুন। বৈঠক সূত্রে জানা যায়, প্রায় একই ধরনের কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির অপর এক সদস্য।
এর আগে বৈঠকে ৫টি আসনে ও মেয়র পদের মনোনয়নের পাশাপাশি খালেদা জিয়ার মুক্তি এবং সে বিষয়ে করণীয় কী, তা নিয়ে আলোচনা হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এই বৈঠকে স্থায়ী কমিটির অনেকেই উপস্থিত ছিলেন।