শিরোনাম
প্রতিনিধি বাউফল::- পটুয়াখালীর বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ডাকাতির প্রতিবাদে ও বাজার নিরাপত্তায় পুলিশ ক্যাম্প পুর্নবহালের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলার কালিশুরী বন্দরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় সহস্রাধীক দোকান মালিক তাদের ব্যবসা বানিজ্য বন্ধ করে ঘন্টাব্যাপী মানববন্ধনে দাড়িয়ে নির্ভিগ্নে যাতে ব্যবসা পরিচালনা করতে পারেন সেই দাবী তুলে ধরেন।
ওই সময় বক্তরা বলেন, বাউফলের অন্যতম বৃহত্তর বন্দর কালীশুরী বন্দর। এটি বাউফল উপজেলার উত্তরের শেষ অংশে। বিগত দিনে এখানে পুলিশ ক্যাম্প ছিলো। গত ৫ আগস্টের কয়েকদিন পূর্বে ক্যাম্প সরিয়ে নেওয়া হয়। আর সেই থেকে বাজারে দোকানপাটের তালা কেটে চুরি হাইজ্যাক ছিনতাই বেড়েই চলছে, বেড়েছে নেশা ও চাঁদাবাজি। দ্রুত ক্যাপ ফিরিয়ে না দিলে এখানের ব্যবসায়ীরা নির্ভিগ্নে যেমন ব্যবসা পরিচালনা করতে পারবেনা তেমনি সরকারও একটি বিশাল অংকের রাজস্ব হারাবে।
কালুশুরী বাজার কমিটির উদ্যোগে ও কাপড়পট্টি ব্যবসায়ী সমিতির সভাপতি ফয়সাল মোল্লার সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, কালুশুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী দলিল উদ্দিন ধলু, সিদ্দিক মুন্সী ও দুলাল সিকদার।