শিরোনাম
জনি আলমগীর , কুয়াকাটা ( পটুয়াখালী) প্রতিনিধিঃঃ- কুয়াকাটা হোটেল মোটেলের ওনার্স এসোসিয়েশনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ই রমজান কুয়াকাটার অভিজাত আবাসিক হোটেল খান প্যালেসের হলরুমে এ ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
কুয়াকাটা হোটেল মোটেল অনার্স এসোসিয়েশন সভাপতি মোতালেব শরিফের সভাপতিত্বে ও সেক্রেটারি মো.সাইদ হাসান এর সঞ্চলনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নাজির রেজাউল করিম,কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার ,কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন ইনচার্জ আহাদুজ্জামান,মহিপুর থানা পুলিশ পরিদর্শক তদন্ত অনিমেষ হালদার,কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান,জামায়েত ইসলামি কুয়াকাটা পৌর শাখার আমির মো.শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন কুয়াকাটা পৌর শাখার সভাপতি ফজলুল হক খান, কুয়াকাটা পল্লী বিদ্যুৎ ডিজিএম সিফাতুউল্লাহ সহ আরো বিভিন্ন সংগঠন প্রধানরা উপস্থিত ছিলেন।
পরে কুয়াকাটা এসি মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাঈনুল ইসলাম দোয়া মোনাজাত পরিচালনা করেন। এ সময় মুসলিম উম্মাহর মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত শেষ করেন।