শিরোনাম
স্টাফ রিপোর্টার::- স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সূর্য তরঙ্গ যুব সেবা সংঘের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে, নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১ মার্চ (শনিবার) বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুরে সংগঠনের কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, ১ কেজি ছোলা বুট, ১ কেজি চিনি,১ কেজি চিড়া, ৫০০ গ্রাম খেজুর। মোট ১১০ জন নিম্ন আয়ের পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সূর্য তরঙ্গ যুব সেবা সংঘের সভাপতি সোলায়মান পাশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর সাইফুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ হোসেন, মোঃ শিহাবউদ্দিন, মোঃ হাসনাত ইব্রাহিম, মোঃ আবদুর রহমান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।