শিরোনাম

১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১০

পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী আন্দোলনে যোগ দিলেন সনাতন ধর্মাবলম্বী ৮ জন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৯:৪৯ অপরাহ্ণ
Print Friendly and PDF

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর কলাপাড়ায় ৮ জন সনাতন ধর্মাবলম্বী সহ ১ হাজার মানুষ ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন। (২৭সেপ্টেম্বর) রোববার সন্ধ্যায় প্রেসক্লাব সংলগ্ন উপজেলা পরিষদ খেলার মাঠে ইসলামী আন্দোলন কলাপড়া শাখার আয়োজিত গন সমাবেশে তারা যোগদান করেন।

এদের মধ্যে ৮ সনাতন ধর্মাবলম্বীরা হলো বাবুল শীল, বরুণ শীল, তরুণ শীল, অভিনাশ শীল, তন্ময় শীল, অপূর্ব শীল, তপন ভক্ত, ও দ্বীপক ভক্ত যোগদান। তাদের সবার বাড়ি উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহা সচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুবর রহমানের সহ আরো অনেকে। এদিন বিকেল থেকে বিভন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে সমবেত হয় হাজার হাজার দলীয় নেতা কর্মীরা। এছাড়া বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলনে যোগ দেয়া বাবুল শীল বলেন, সব দল দেখেছি। সবার থেকে আমার এই দল ভালো লেগেছে তাই যোগদান করলাম। অভিনাশ শীল বলেন, এ দলটির কেউ পর্যন্ত কোন দুর্নীতি বা কাউকে অত্যাচার করেনি। তাইমন থেকে ভালো লাগার কারনেই যোগদান করেছি।

বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহা সচিব মাওলানা গাজী আতাউর রহমান গন সমাবেশে বলেন, গত ৫ আগষ্টের পর ইসলামী আন্দোলন সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছে। সব ধর্মের কাছের ইসলামী আন্দোলন নিরাপদ। তাই আজ ৮ জন হিন্দু সম্প্রদায়ের ভাই সহ ১ হাজার মানুষ আমাদের দলে যোগ দিয়েছে। আমরা তাদের স্বাদুবাদ জানাই।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 17, 2025
Fajr 4:50 am
Sunrise 6:02 am
Zuhr 12:06 pm
Asr 4:27 pm
Maghrib 6:11 pm
Isha 7:22 pm
Dhaka, Bangladesh
March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ