শিরোনাম
খাগড়াছড়িতে ছেলের বিরুদ্ধেবাবাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে ।
শুক্রবার রাতে জেলা সদরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলেফ খান বেসরকারি একটি ব্যাংক থেকে অবসরে গিয়ে খণ্ডকালীনভাবে একটি বিদ্যালয়ে হিসাবরক্ষকের দায়িত্বে ছিলেন। গ্রেফতার ছেলে জাহাঙ্গীর আলম বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা কমিটির সভাপতি।
পুলিশ জানায়, টাকা জন্য প্রায় সময় বৃদ্ধ বাবাকে মারধর করত সন্তান জাহাঙ্গীর আলম। শুক্রবার রাতেও টাকার জন্য কথা কাটাকাটির একপর্যায়ে বাবাকে মারধর এবং গলা চেপে ধরে। এ সময় শ্বাসরোধ হয়ে আলেফ খানের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। মামলা গ্রহণের পর ঘাতক সন্তান জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. রশীদ বলেন, নিহত আলেফ খানের মেয়ে আনোয়ারা খানম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।