শিরোনাম
মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার রক্ষার্থে অসহায় দুংস্থদের যাদের ঘড় নাই তাদের মাঝে ঘড়, আবার কারো জন্য সেলাই মেশিন বিতরনের জন্য আজ স্বচোক্ষে দেখে তালিকা তৈরী করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।
সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের অসহায়-দুঃস্থরা প্রতিমন্ত্রীর বরিশাল আগমনের কথা শুনে আজ (শনিবার) সকালে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের রেষ্ট হাউজে জমায়েত হয়।
পরে প্রতিমন্ত্রীর সাথে সকাল ১০টায় তাদের নানান অভিযোগ এবং দাবী তুলে ধরা হলে কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি তাদের কথা শুনে মুজিববর্ষের মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার রক্ষার্থে অসহায় দুংস্থদের যাদের ঘড় নাই তাদের মাঝে ঘড়, আবার কারো জন্য সেলাই মেশিন বিতরন করার প্রতিশ্রুতি দেয়।