শিরোনাম
বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের পাংগাসিয়া গ্রামে পূর্ব বিরোধের জেরে একটি উন্নত জাতের গাভী গরুকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বকুল বেগম জানান, গরুটি ছুটে মুজ্জফর হাওলাদারের বাড়ির আঙিনায় ঢুকে পড়ে। তখনই মুজ্জফরের স্ত্রী নাজমা বেগম ও মেয়ে সাথী আক্তার দা দিয়ে গরুটিকে কুপিয়ে জখম করে। রক্তাক্ত গরুটি পরে কালিশুরী গোয়ালিয়াবাগা সড়কে জলিল হাওলাদারের বাড়ির সামনে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন ঘটনাস্থলে পৌঁছান এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে অবহিত করেন। ডাক্তার আবদুল আজিজ (অব:) জানান, গরুটির দেহে অসংখ্য সেলাই দিতে হয়েছে এবং প্রায় ১.৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরেই এই হামলা চালানো হয়। ইউপি সদস্য ফারুক বলেন, “আমার এক চাচার সঙ্গে তাদের পুরনো বিরোধ থাকায় আমার গরুটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমি থানায় অভিযোগ করবো।”
অন্যদিকে অভিযুক্ত নাজমা বেগম বলেন, “গরুটি আমার বাড়িতে প্রবেশ করলে আমি শুধু তাড়িয়ে দিয়েছি। বিরোধ থাকায় তারা আমার নামে দোষ দিচ্ছে।”
মো. অহিদুজ্জামান ডিউক
বাউফল প্রতিনিধি
তারিখ: ১৬.০৫.২০২৫
নামাজের সময়সূচি | |
---|---|
June 11, 2025 | |
Fajr | 3:43 am |
Sunrise | 5:06 am |
Zuhr | 11:58 am |
Asr | 4:38 pm |
Maghrib | 6:49 pm |
Isha | 8:12 pm |
Dhaka, Bangladesh |