শিরোনাম

১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ভোর ৫:৪১

নন-ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে কুচক্রী মহল : রহমাতুল্লাহ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: মে ১০, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক :নন-ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি কুচক্রী মহল বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোঃ রহমাতুল্লাহ।

গতকাল শনিবার (১০ মে) বরিশাল নগরীর লঞ্চঘাট ও তার আশপাশ এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি।

এসময় রহমাতুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্য নির্বাচন ও রুটিন মাফিক কাজ ছাড়া অন্য কোন দায়িত্ব নেই । কিন্ত তারা মুল দায়িত্ব বাদে বিভিন্ন কর্মকান্ডে জড়িয়ে পড়ছেন। এখনও সরকারের গুরুত্বপুর্ণ দপ্তরের বড় বড় পদে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসররা বিদ্যমান। এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। অতিদ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও বলেন, সরকারের অনভিজ্ঞতার কারনে নানান জটিলতা সৃষ্টি হচ্ছে। কুচক্রী মহল নির্বাচন বানচালে উঠেপড়ে লেগেছে। নন-ইস্যুকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। নির্বাচন যত দেরী হবে দেশজুড়ে সংকট আরও বাড়বে।

আবু নাসের রহমাতুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচনী রোডম্যাপ ও তারিখ নিয়ে একেক সময় একেক মন্তব্য করে যাচ্ছেন। যা বিভিন্ন মিডিয়ায় প্রায়সময়ই দেখা যাচ্ছে। কিন্ত নির্বাচন ইস্যুতে তাদের একেক জনের একেক মন্তব্য দেশের মানুষকে বিভ্রান্ত করছে। জনগণ চাচ্ছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। জনগণের প্রত্যাশা একটি স্থায়ী সরকার।

তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান রহমাতুল্লাহ।

কর্মসুচীতে আরও উপস্থিত ছিলেন বরিশাল নগর বিএনপির সদস্য অ্যাডভোকেট হুমায়ুন কবির মাসুদ, জাহিদুর রহমান রিপন, সদর উপজেলা বিএনপি’র সদস্য মাহমুদুল হাসান রনি, নগর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মাসুম, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আকন, স্বাধীনতা ফোরাম , বরিশাল নগরের সদস্য সচিব নাজমুস সাকিব, সদর উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক রাহাত তালুকদার , শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরজু মৃধা, আসিফ আল মামুন , ইলিয়াস আহমেদ নগর ছাত্রদলের সহ-সভাপতি, ওবায়দুর ইসলাম উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সগীর হোসেন, মোঃ আলামিন, মো: আশরাফ হোসেন প্রমুখ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
June 13, 2025
Fajr 3:43 am
Sunrise 5:06 am
Zuhr 11:58 am
Asr 4:38 pm
Maghrib 6:49 pm
Isha 8:13 pm
Dhaka, Bangladesh
June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ