শিরোনাম
মো. মুশফিক হাওলাদার ভোলা প্রতিনিধি::- সারাদেশে চলা ধর্ষণ ও সহিংসতা, খুন, ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে ভোলার লালমোহনে পদযাত্রা ও নীরব (মৌন) মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সকল ছাত্র সংগঠন ও বিভিন্ন সংগঠন।
রবিবার সকালে লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে
এ পদযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে
শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে নারীরা ধর্ষণ এবং সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। একই সঙ্গে বেড়েছে খুন, ছিনতাই ও ডাকাতি। আইনশৃঙ্খলার অবনতির ঘটলেও তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমন ঘটনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে।