শিরোনাম
নিজেস্ব প্রতিবেদক::- বরিশাল নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ায় নির্মাণ কাজে অব্যবস্থাপনার কারণে ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা। রোববার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে নিহেলয় কুঞ্জ ভবনের নির্মাণাধীন পানির ট্যাংকির কাছে অন্ধকারে পড়ে গুরুতর আহত হয়েছেন নাসরিন বেগম (৪০) নামের এক নারী।
স্থানীয়রা জানান,আহত নাসরিন বেগম, স্বামী হেমায়েতউদ্দিন শিকদার, পার্শ্ববর্তী বাসিন্দা কমলা বেগমের বাড়িতে যাওয়ার সময় পানির ট্যাংকির খোলা স্থানে অন্ধকারে পড়ে যান। প্রায় এক থেকে দুই ঘণ্টা পর স্থানীয় ভাড়াটিয়ারা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকারীদের মধ্যে কমলা, মিদুল, তহমিনা, এবং মৌ জানান, তারা তার চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয়দের সহায়তায় আহত নাসরিনকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানান, নাসরিন বেগমের আঘাত গুরুতর হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের করা হয়েছে।
এদিকে পাশের ভাড়াটিয়া কমলা বেগম অভিযোগ করে বলেন, কয়েকদিন আগেও রেহানা নামে এক নারী একই জায়গায় পড়ে চার দিন হাসপাতালে ভর্তি ছিলেন। বারবার বলার পরও ভবন মালিকপক্ষ কাজের জায়গায় পর্যাপ্ত আলো কিংবা সুরক্ষা ব্যবস্থা নেননি। এর ফলেই আজ আবারও দুর্ঘটনা ঘটলো।
ভবনের মালিক এ বিষয়ে জানান, দুর্ঘটনার কথা আমি পরে জেনেছি। ঘটনাস্থলে পর্যাপ্ত আলো ছিল না, যা বড় একটি ভুল হয়েছে।
অন্যদিকে, নির্মাণ কাজে দায়িত্বপ্রাপ্ত রাজমিস্ত্রি মিলন বলেন,আমি মালিকপক্ষকে আলোর ব্যবস্থা করার জন্য বলেছিলাম, কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দেয়নি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজান জানান,নির্মাণকাজে এমন অব্যবস্থাপনা দুঃখজনক। আহত নারীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা নেব।
নামাজের সময়সূচি | |
---|---|
February 5, 2025 | |
Fajr | 5:20 am |
Sunrise | 6:33 am |
Zuhr | 12:12 pm |
Asr | 4:11 pm |
Maghrib | 5:51 pm |
Isha | 7:04 pm |
Dhaka, Bangladesh |