শিরোনাম

১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:০২

এএসআইয়ের বিলাসবহুল বাড়ি,সমালোচনার ঝর এলাকাবাসীর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫ ১১:২৮ অপরাহ্ণ
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক ::- বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামের বাসিন্দা তারেক গাজী ওরফে কামরুল। কর্মজীবনে বাংলাদেশ পুলিশে যোগদান করেন কনস্টেবল পদে। পরবর্তীতে এএসআই পদে উন্নীত হন। এরই মধ্যে তিনি হয়েছেন অঢেল সম্পদের মালিক।

সূত্রে জানা গেছে, এএসআই কামরুল বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগ দেন। কয়েক বছর পর এএসআই পদে পদোন্নতি লাভ করেন। সেখান থেকেই তার সম্পদ বৃদ্ধির শুরু। তবে তিনি কত সালে পুলিশ বাহিনীতে যোগদান করেছেন তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তিনি বর্তমানে ঢাকায় কর্মরত আছেন।

সূত্রে আরও জানা গেছে, এএসআই কামরুল নগরীর কাশিপুরের সুরভি পেট্রোল পাম্প সংলগ্ন শাহ পরান সড়ক এলাকায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৫তলা বাড়ি নির্মাণ করেছেন। এ ছাড়াও বিভিন্ন স্থানে নামে বেনামে রয়েছে তার আরও সম্পদ।

সরেজমিনে গিয়ে দেখা যায়- নগরীর কাশিপুরের সুরভি পেট্রোল পাম্প সংলগ্ন শাহ পরান সড়ক এলাকায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৫তলা বাড়ি নির্মাণ করেছেন। সেই ভবনের উপরে একটি ডিজিটাল সাইনবোর্ড টানানো রয়েছে। সেই সাইনবোর্ডে ২৪ ঘন্টাই বাড়ির ঠিকানা, মালিকের নাম ও আগতদের শুভেচ্ছা জানানো লেখা প্রদর্শন করা হচ্ছে। যেখানে বাড়ির মালিকের নাম হিসেবে তার স্ত্রী ইভার নাম প্রদর্শিত হচ্ছে।

একজন পুলিশের এএসআইয়ের এত অল্পসময়ে অঢেল সম্পদের মালিক বনে যাওয়ায় অবাক এলাকাবাসীও।

এ বিষয়ে এএসআই এএসআই কামরুলের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তিনি অভিযোগের বিষয়ে এড়িয়ে যান। পরবর্তীতে তিনি বলেন- আমার সম্পদের কাগজপত্র বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির ভাইয়ের কাছে রয়েছে, আপনি চাইলে তার কাছে গিয়ে দেখে নিতে পারেন। আপনি কোথার সাংবাদিক, আপনার কার্ড পাঠান আমাকে। আমি জাকির ভাইর সাথে কথা বলছি।’

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
February 10, 2025
Fajr 5:18 am
Sunrise 6:30 am
Zuhr 12:12 pm
Asr 4:13 pm
Maghrib 5:54 pm
Isha 7:06 pm
Dhaka, Bangladesh
February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ