শিরোনাম
বরগুনা প্রতিনিধি বরগুনা সদর উপজেলার ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আয়লা বাজারে গতকাল ১২ ডিসেম্বর ভোর ০২:০০ ঘটিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট ১০ টি দোকান ও ২ টি বসত ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রতিটি দোকানে প্রায় ১২-১৫ লক্ষ টাকার মালামাল ছিলো। সব মিলিয়ে দেড় কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায় একটি কাসা-পিতলের দোকানে আগুন লেগে আশেপাশে ছড়িয়ে পড়ে। ৪ জন ব্যক্তি অগ্নি নির্বাপন ও উদ্ধার কার্যক্রমে আহত হয়েছেন বলে জানা গেছে, বর্তমানে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চেয়ারম্যান মোশাররফ জানান আহতরা শংকা মুক্ত।
অগ্নিকাণ্ডের ঘটনা শুনে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শামীম মিঞা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় লোকজন ও ব্যাবসায়িরা জানান আগুনের লেলিহান শিখায় কোন মানুষ যখন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম নয় বলে ধারণা করেছেন তখন জীবনের বাজী রেখে বদরুদ্দোজা নামের এক সেনা সদস্য ও রাস্তার অপর পাশের দধী ঘড়ের বর্তমান সত্বাধিকারী পানির মটর চালিয়ে তার দধী ঘড়ের দুই পাশের দোকান যাতে পুড়ে না যায় সে জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে সুফল পেয়েছেন। দধী ঘড়ের সত্বাধিকারী দোকানের সামনে থাকা গাছে উঠে পানি ছড়িয়ে দিতে গিয়ে পা ও পিঠে আঘাত পেয়ে আহত হয়েছেন।
দুপুর ১২:৫০ ঘটিকার সময় বরগুনা জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন মহোদয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দুঃখের কথা শুনেন। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে প্রত্যেক ক্ষতিগ্রস্তকে নগদ ১০,০০০ দশ হাজার টাকা ও ৩০ ত্রিশ কেজি করে চাল বিতরণ করেছেন। জেলা প্রশাসক আরও বলেন প্রেত্যক ক্ষতিগ্রস্তদের ঘরের জন্য ঢেউটিন দেওয়ার ব্যবস্থা করবেন। জেলা প্রশাসক আরও বলেন সম্পূর্ণ ক্ষতি পূরণ করতে না পারলেও তাদের পাশে আছেন।
আয়লা বাজার কমিটির সাধারণ সম্পাদক ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানাব আবদুল হামিদ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করার জন্য জেলা প্রশাসন ও সরকারের প্রতি আকুল আবেদন জানান। তিনি আরো বলেন প্রত্যেক ব্যাবসায়ী বিভিন্ন এন জিও থেকে বড় ধরনের লোন নিয়েছেন তা কিভাবে শোধ করবেন এ নিয়ে সকল ব্যাবসায়ী বিপাকে পড়েছেন।
জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন স্থানীয় ভাবে অগ্নি নির্বাপন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকটি বাজারে একটি দল তৈরি করার জন্য। ভবিষ্যতে কোন ধরনের অগ্নিকাণ্ড ঘটলে দমকল বাহিনীর অপেক্ষা না করে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
নামাজের সময়সূচি | |
---|---|
February 5, 2025 | |
Fajr | 5:20 am |
Sunrise | 6:33 am |
Zuhr | 12:12 pm |
Asr | 4:11 pm |
Maghrib | 5:51 pm |
Isha | 7:04 pm |
Dhaka, Bangladesh |