শিরোনাম
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃঝালকাঠির নলছিটিতে দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপিও অঙ্গসংগঠনের আয়োজনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে অনুরাগ মাদ্রাসা ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন, প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব, এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন।
আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি, এ্যাডভোকেট আনিচুর রহমান খান হেলাল, সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান।
৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি, আব্দুর শুক্কুর হাওলাদারের সভাপতিত্বে বিএনপিও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যক আসন নিয়ে সরকার গঠন করবে। বিএনপি ছাড়া এদেশের কোন মানুষের উন্নয়ন সম্ভব না। তিনি আরও বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলের প্রয়োজনে মানুষের মঙ্গলের জন্য কাজ করতে হবে।
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি