শিরোনাম
লালমোহন (ভোলা) প্রতিনিধি:ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর বাজারে বিএনপির দুগ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মোস্তফা কামাল হুইচসহ ৮জনকে গ্রেফতার করেছে লালমোহন থানা পুলিশ। সোমবার রাতে লালমোহন থানায় আব্দুল মান্নান বাদী হয়ে ২৬ জনকে আসামী ও অজ্ঞাত ১৪০-১৫০ জনের নামে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলেন ওই মামলার ১নং আসামী হলো মোস্তফা কামাল হুইচ, মিজান, শফি, মামুন হাওলাদার, পারভেজ, আলাউদ্দিন, মনজু হাওলাদার ও কামরুল।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, মো. মোস্তফা কামাল হুইচকে এলাকার বিএনপির লোকজন মারধর করছে এমন খবর পেয়ে লালমোহন থানা পুলিশ গিয়ে সেখান থেকে তাকে থানায় নিয়ে আসা হয়। সোমবার দেবিরচরে মারামারির মামলার আসামী হওয়ায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলার মোট ৮জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার সকালে বদরপুর ইউনিয়নের দেবিরচর বাজারে বিএনপির দুগ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক গ্রুপের নেতৃত্ব দেন বিএনপির সভাপতি শহিদুল্যাহ মেলকার এবং অন্য গ্রুপের নেতৃত্ব দেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল হুইচ। এতে দু‘গ্রুপের ১০ জন আহত হন। এর মধ্যে শহিদুল্যাহ মেলকার গ্রুপের গুরুতর আহত ২ জন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।