শিরোনাম
লালমোহন (ভোলা) থেকে:লালমোহনে অপপ্রচার ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। উপজেলার ধলী গৌর নগর ইউনিয়নের জনতা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে মৃত মোকলেস মাঝির ছেলে হেলান মাঝি। সে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে। এলাকার কেউ তার মাদক বিক্রির প্রতিবাদ করলে সে তাকে কৌশলে তাকে ফাঁসিয়ে দেয়।
সম্প্রতি এলাকায় তার মাদক বিক্রি, সেবন ও সরবরাহের প্রতিবাদ করলে সে ধলী গৌর নগর ইউনিয়ন (দঃ) ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। ফেসবুকে নানানরকম গুজব ছড়ায়। চাঁদা দাবির মতো মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে বলে এলাকাবাসী জানান।
উল্লেখ্য ২০১৯ সালের নভেম্বরে হেলাল মাঝি ও নসু মাঝিকে ৫৫ পিচ ইয়াবাসহ আটক করে পুলিশ। ওই সময় তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল।
ধলী গৌর নগর ইউনিয়ন (দঃ) ছাত্রদল আহবায়ক মাহবুব করিম প্রান্তসহ ছাত্রদলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, হেলাল মাঝি এলাকায় মাদকের সিণ্ডিকেট গড়ে তুলছে। যুব সমাজকে নষ্ট করছে। ফেসবুকে বানোয়াট তথ্য ছড়িয়ে সম্মানহানি করছে। তারা হেলাল মাঝিসহ তার ছত্রছায়ায় মাদকের সাথে জড়িতদের শাস্তি ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
নামাজের সময়সূচি | |
---|---|
November 4, 2024 | |
Fajr | 4:48 am |
Sunrise | 6:02 am |
Zuhr | 11:41 am |
Asr | 3:41 pm |
Maghrib | 5:21 pm |
Isha | 6:34 pm |
Dhaka, Bangladesh |
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |