শিরোনাম
মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জাতীয় আর্থিক অন্তÍভূক্তি কৌশল (২০২১-২০২৬) বাস্তবায়নে সবার জন্য আর্থিক অন্তÍভূক্তি নিশ্চিতকরণে ভোলার লালমোহন রুপালী ব্যাংকের আয়োজনে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে রুপালী ব্যাংক লিমিটেড লালমোহন শাখায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রুপালী ব্যাংক পিএলসি লালমোহন শাখার ব্যবস্থাপক মো. আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপালী ব্যাংক পিএলসি বরিশাল বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপালী ব্যাংক ভোলা জোনাল অফিসের জোনাল ম্যানেজার ও উপ-মহাব্যবস্থাপক মো. হায়দার আলী প্রমূখ। এসময় রুপালী ব্যাংক লালমোহন শাখার গ্রাহকগণ উপস্থিত ছিলেন।