শিরোনাম

১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৪

ত্রাণ নিয়ে ভাগাভাগি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইবরাহীম আহত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২০ ৭:৫৩ অপরাহ্ণ
Print Friendly and PDF

রহমান শুভ ঃ বরিশাল সদর উপজেলার ৩ নং চরবাড়ীয়ার ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চরআবদানীতে ত্রাণ ভাগা ভাগি নিয়ে হামলার ঘটনা ঘটেছে । জানা গেছে,করোনার প্রভাব পরার পর থেকে রাজনৈতিক সহ বিভিন্ন মহলের আসা ত্রান সামগ্রী নিজেদের মধ্যে বড় একটি অংশ ভাগ বাটোয়ারা করে ভোগ করে আসছিল। এমন অনেক গুঞ্জন অনেকদিন ধরে চলে আসছিল এলাকার বিভিন্ন স্থানে।

ত্রান সামগ্রী বিতরন না করে আত্মসাৎ করে আসা কতিপয় প্রভাবশালীদের ভয়ে চুপ করে থাকেন সাধারন মানুষ । কিন্তু গত ২৯ এপ্রিল সন্ধার পরে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দেয়া ত্রান সামগ্রী কে কতো ব্যাগ নিবে এমন বিষয় নিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে হট্টগোল বাধে সিটি মেয়রের অনুসারীদের সাথে । এক পর্যায় কয়েক দফায় মারা মারি হয় দু গ্রুপে ।হঠাৎ করেই ওয়ার্ড আওমীলীগের সভাপতির ইব্রাহিমের মাথায় দেশিয়ও অস্ত্র দিয়ে আঘাত করে বিপরীত কতিপয় আঃলীগ নেতারা । এতে গুরুত্বরভাবে আহত হলে তাকে রক্তাক্ত অবস্থায় শেরইবাংলা মেডিকেলে নিয়ে যাওয়া হয় বলে জানান উপস্থিত স্থানীয়রা ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বি এন পি’র ইউনিয়ন যুবদল নেতা সোহেল খান হঠাৎ করেই আঃলীগ নেতা হয়ে গিয়েছে। খোঁজ নিয়ে জানাযায়, তিনি বিএনপির ইউনিয়ন যুবদলের পদ থেকে পদত্যাগ না করেই ওয়ার্ড আওমীলীগ সাধারন সম্পাদক পদে গিয়েছেন।বরিশাল সিটি মেয়রের একান্ত কাছের লোক পরিচয় দিয়ে মেয়রের নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ করে এসে ব্যাপক ভাবেই সমালোচিত তিনি । তারই বহিঃপ্রকাশ্যের হিসেবে ক্ষমতাসীন দলীয় নেতৃবৃন্দের উপর তার নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটায় । এসময় এক সময়কার যুবদলের নেতা সোহেল খান তার নেতৃত্বে থাকা আটক হওয়া হালিম গাজী , যুবদল নেতা সেলিম , সিদ্দিক , বেন্ডার আরাফাত সহ অনেকে তার উপর হত্যার উদ্দেসশ্যে হামলা চালায় । এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে সভাপতির মাথায় আঘাত করেন বেন্ডার আরাফাত ।

গতকাল সকালে তারা ত্রান কমিটি করেন যেটা বিএনপি নেতাদের নিয়ে সোহেল খান করেছে, পছন্দ হয়নি সভাপতির তাই এ বিষয় চেয়ারম্যোনকে অবগতো করলে চেয়ারম্যান আবার পূনরায় কমিটি করার জন্য নির্দেশনা দেয় । নতুন কমিটি সাধারণ সম্পাদকের সাথে থাকা ম লোক জনের মনের মত না হওয়ায় সভাপতির পন্থিদের এক জনকে বেধর মারধর করেছে।
এ বিষয় চোয়ারম্যান কে অবগত করলে চেয়ারম্যান সভাপতি কে এ বিষয়টি দেখার জন্য বলে। সভাপতি এ বিষয় কথা বলার সময় বি এন পি থেকে আশা আওয়ামীগ সাধারণ সম্পাদক সোহেল খানের ক্যাডার বাহিনী আরাফত, হত্যার উদ্দেশে হামলা করে এতে ওয়ার্ড আয়ামীলীগের সভাপতির চোখ ও মাথায় আঘাত করে।
তাৎক্ষনিক ভাবে কাউনিয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনা স্থানে এসে পরিস্থিতি স্বাভাবিক করে । সভাপতি কে রক্তাক্ত অবস্থায় এলাকার স্থানীয়লোক জন উদ্ধার করে শেরে-ই-বাংলা মেডিলেক কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ বিষয়ে মাললার প্রস্তুতি চলছে বলেও জানায় হামলার শিকার হওয়া আহতর পরিবার।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 15, 2025
Fajr 4:52 am
Sunrise 6:03 am
Zuhr 12:07 pm
Asr 4:26 pm
Maghrib 6:10 pm
Isha 7:22 pm
Dhaka, Bangladesh
March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ