শিরোনাম

৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৪২

লকডাউন কার্যকর করতে বিসিকসহ বরিশালের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন র্্যাব-৮ এর পেট্রোল অভিযান ১ লক্ষ ৩২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২০ ৯:৫০ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

*লকডাউন কার্যকর করতে বিসিকসহ অন্যান্য এলাকায় জেলা প্রশাসন ও র‍্যাব-৮ এর পেট্রোল অভিযানঃ ৬ প্রতিষ্ঠান ও ২ ব্যক্তি কে ১লক্ষ ৩২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড ও ২ প্রতিষ্ঠান সিলগালা ।*বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজ ২৩ এপ্রিল সকাল থেকে নগরীর সদররোড, কাঠপট্টি রোড, পদ্মাবতী রোড, বিসিক শিল্প এলাকা ও স্টেডিয়াম এলাকায় জনসমাগম, বাজার মনিটরিং ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাজমূল হুদা । করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা বিচ্ছিন্ন করা হয় এবং নিরাপদ দূরত্বে চলা ও নিয়ম মেনে মাক্স পরার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয় এবং এ আদেশ অমান্যাকরীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা।অভিযান পরিচালনাকালে নগরীর কাঠপট্টি এলাকার লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে দোকান খোলা রেখে জনসমাগম করায় সোহরাব হোসেন কে ৪০০০ টাকা ও রহমান কে ৫০০ টাকা জরিমানা করা হয়।নগরীর পদ্মাবতী এলাকায় লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে দোকান খোলা রেখে জনসমাগম করায় হারুন কে ১৫০০০ টাকা, মাজহারুল কে ১০০০০ টাকা ও আলমগীর কে ২০০০ টাকা জরিমানা করা হয়।বিসিক শিল্প এলাকায় মাহাদী এন্টারপ্রাইজ উৎপাদনের নামে জায়গা বরাদ্দ নিয়ে গোডাউন গড়ে তোলে এবং স্বাস্থ্যবিধি না মেনে ব্যাপক জনসমাগম করায় উক্ত প্রতিষ্ঠান কে ৫০০০০ টাকা জরিমানা ও সিলগালা করা হয়। সুমা এন্টারপ্রাইজ কে অনুরূপ অপরাধের কারণে ৫০০০০ টাকা জরিমানা ও সিলগালা করা হয়। জুয়েল নামে ব্যক্তিকে মোবাইল কোর্টের কার্যক্রম বাধাগ্রস্ত করায় ১০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও বেশ কয়েকটি স্পটে টিসিবির পণ্য বিক্রয়ে ক্রেতাদের দীর্ঘ লাইনে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়। অভিযানের পাশাপাশি সচেতনামূলক কার্যক্রম হিসেবে বেশ কয়েকটি স্থলে মাস্ক বিতরণ করা হয়।

এছাড়াও বিনা প্রয়োজনে বাইরে ঘুরাঘুরি না করার জন্য ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য প্রতিটি মোড়ে মোড়ে এবং এলাকার গলিতে গলিতে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। যারা আইন অমান্য করে বাইরে ঘুরাঘুরি ও আড্ডায় মগ্ন থাকবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় বিভিন্ন লোকজনের মাঝে মাস্ক বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা । আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন র‍্যাব ৮ এর এএসপি জনাব ইফতেখারুজ্জামান সহ একটি টিম। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
February 6, 2025
Fajr 5:20 am
Sunrise 6:33 am
Zuhr 12:12 pm
Asr 4:11 pm
Maghrib 5:51 pm
Isha 7:04 pm
Dhaka, Bangladesh
February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ