শিরোনাম
করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় বিএনপিকে মাস্ক দিয়েছে চায়না কমিউনিস্ট পার্টি।
বুধবার বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকার চীন দূতাবাস থেকে সেগুলো সংগ্রহ করেছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে মাস্ক পাঠানোর বিষয়টি অবহিত করা হয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদকে।
তিনি জানান, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন দূতাবাসে দলের তিনজন প্রতিনিধিকে পাঠান করোনার সুরক্ষা সামগ্রী ১০ হাজার মাস্ক গ্রহণ করতে।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ এবং বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক রিয়াজ উদ্দিন নসু এই সামগ্রী গ্রহণ করেন।
প্রতিনিধি দলের হাতে মাস্ক তুলে দেন চীন দূতাবাসের দুজন কর্মকর্তা।
প্রতিনিধি দলের নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের পক্ষ থেকে চীনা কমিউনিস্ট পার্টিকে মাস্ক দেয়ার জন্য ধন্যবাদ জানান।
নামাজের সময়সূচি | |
---|---|
November 8, 2024 | |
Fajr | 4:51 am |
Sunrise | 6:04 am |
Zuhr | 11:42 am |
Asr | 3:39 pm |
Maghrib | 5:19 pm |
Isha | 6:33 pm |
Dhaka, Bangladesh |