শিরোনাম

১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৪৩

বরিশালে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রেখে জনসমাগম করায় জরিমানা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২০ ২:৫৭ অপরাহ্ণ
Print Friendly and PDF

বরিশালে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রেখে জমসমাগম করার অপরাধে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা।

বরিশালে জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। আজ ১৯ এপ্রিল রবিবার বিকাল থেকে বরিশাল মহানগরীর নথুল্লাবাদ, বাংলা বাজার, আমতলার মোড়, সাগরদী, রুপাতলী, পুলিশ লাইন, কাটপট্টি, ফলপট্টি, সদর রোড, নতুন বাজার, চৌমাথা বাজার, বাংলাবাজার এলাকায় জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বরিশাল জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩ টি দোকান এবং এক জন ব্যক্তিকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা অাদায় করা হয়। নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল ঊর্মি ভৌমিক এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নিরুপম মজুমদার। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা, মাক্স পরার নির্দেশনা প্রদানের পাশাপাশি জেলা প্রশাসন এর পক্ষ থেকে মাক্স বিতরণ করা হয়। এসময় সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয় এবং সন্ধ্যা ৬ টার মধ্যে জরুরি ঔষধ ব্যতীত সকল প্রকার দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। অভিযান পরিচালনাকালে নগরীর কাঠপট্টী এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে একটি ইলেক্ট্রনিক্স দোকান খোলা রাখায় এবং সরকারি কাজে বাধা দেয়ায় দোকানদার সোহেল খান কে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ (২) ধারা মোতাবেক ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। চাঁদমারি এলাকায় সরকারি আদেশ অমান্য করে জনসমাগম করে ১০ জন যুবক হলুদ পিক আপে করে যাত্রী পরিবহন করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (২) ধারা মোতাবেক রাফিউল নামের এক ব্যাক্তি কে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অপরদিকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় নগরীর সদর রোড এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে একটি চা দোকান খোলা রেখে আড্ডাবাজি করে করোনার ঝুঁকি বৃদ্ধি করার দায়ে দোকানদারকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া নথুল্লাবাদ এলাকায় একটি হার্ডওয়্যার এর দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে একই আইনে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন র‍্যাব ৮ এর একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা এবং করোনা ভাইরাসের বিস্তার এবং এটিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা রোধকল্পে জেলা প্রশাসন সদা সচেষ্ট থাকবে এবং নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 11, 2024
Fajr 4:38 am
Sunrise 5:50 am
Zuhr 11:45 am
Asr 3:57 pm
Maghrib 5:39 pm
Isha 6:51 pm
Dhaka, Bangladesh
October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ