শিরোনাম
নিজস্ব প্রতিবেদক।। করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন অসহায় নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে । বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে মৃত্যু আলাউদ্দিন হাওলাদারের বড় ছেলে ঢাকার ব্যবসায়ী, নিবর হোসেন তার নিজ গ্রামে ৪০ টি পরিবারের মাঝে খাবার বিতরণ করেন। স্থানীয় মানুষদের সাথে আলোচনা করে গ্রামের ৪০ টি পরিবারের লিস্ট তৈরি করে গিলাতলী গ্রামের বাবুল খান ও উকিল কাজী,।আজ বিকেলে গিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিরব হোসেনের পক্ষ থেকে বরিশাল সংবাদ ২৪ এর সম্পাদক ও প্রকাশক এবাইদুল হক খান তুহিন ও স্থানীয় গন্য মান্য ব্যক্তিদের সাথে নিয়ে গরিব হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরন করেন। প্রত্যেকটি পরিবারকে ৫ কেজি আলু, ১ কেজি মুশরি ডাল, ১ কেজি সয়াবিন তেল,১ কেজি চিনি, ১ কেজি ছোলা বুট,১ কেজি লবন,১কেজি মুড়ি,১ কেজি চিড়া। ত্রাণ হিসেবে দেয়া হয়। ত্রাণ সামগ্রী পেয়ে আবেগে আপ্লুত হয়ে পরে পরিবারের সদস্যরা। এ বিসয়ে, নিরব হোসেন মোঠো ফোনে জানা,, আমি সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই আর আমার বাবা ও সারাজীবন গরিব হতদরিদ্র অসহায় মানুষের পাশে ছিলো। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এবং আমার জন্য ও আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন।
নামাজের সময়সূচি | |
---|---|
December 4, 2024 | |
Fajr | 5:06 am |
Sunrise | 6:22 am |
Zuhr | 11:48 am |
Asr | 3:35 pm |
Maghrib | 5:14 pm |
Isha | 6:31 pm |
Dhaka, Bangladesh |