শিরোনাম

১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০২

বরিশাল মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় তিনটি মোবাইল কোর্ট ও সচেতনতা কার্যক্রম পরিচালিত হয় ও ৪০০০ টাকা জরিমানা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২০ ৪:০০ অপরাহ্ণ
Print Friendly and PDF

*আজ সন্ধায় বরিশাল মহানগরে ০১ টি সহ সারা জেলায় মোট ০৩ টি মোবাইল কোর্ট ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্টে সর্বমোট ৪,০০০ টাকা জরিমানা আদায় ।*

করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে গৃহীত প্রতিরোধমূলক কার্যক্রম ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং এ বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজ ১০.০৪.২০২০ তারিখ বিকাল ০৫.০০ ঘটিকা থেকে বরিশাল মহানগরীর চৌমাথা পুকুর পাড়, একে স্কুল মাঠ,বটতলা মোড়, নথুল্লাবাদও রুপাতলী বাস স্ট্যান্ড এ মোবাইল কোর্ট ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এঁর নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রাব্বী। এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে সেখানে হ্যান্ড মাইক ব্যবহার করে জনসচেতনতা সৃষ্টি করা হয় করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়েছে এবং এ আদেশ অমান্যাকরীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। অভিযান চলাকালে (১)টি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ৫০০ টাকা জরিমানা করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় এএসপি জনাব মুকুর চাকমা সহ র‍্যাব ৮ এর কয়েকটি টিম সহায়তা প্রদান করেন। মেহেন্দীগঞ্জ উপজেলার বাহাদুরপুর, অম্বিকাপুর ও পাতারহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। অভিযানকালে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ধারা ২৪ লঙ্ঘনের দায়ে পৃথক দুইটি মামলায় দুই ব্যক্তিকে মোট ১,৫০০ টাকা জরিমানা করা হয়। তাছাড়া কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের সহযোগিতায় বিভিন্ন স্থানে অপ্রয়োজনীয় আড্ডা ও জনসমাগম ভেঙে দেয়া হয়। এ সময় করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব রক্ষা করে চলাচলের প্রয়োজনীয়তা সম্পর্কে উপস্থিত জনসাধারণকে সচেতন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার, মূলাদীর তত্ত্বাবধানে উপজেলার মৃধাহাট, খেজুরতলা, কাজিরচর, মস্থানবাজারসহ বিভিন্ন এলাকায় ও মসজিদে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বিকাল ৫ টার পর আড্ডারত অবস্থায় কয়েকটা মুদির দোকান খোলা পাওয়া গেলে পৃথক তিনটি মামলায় মোট ২০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সব উপজেলাতেই অভিযান ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
January 15, 2025
Fajr 5:23 am
Sunrise 6:38 am
Zuhr 12:07 pm
Asr 3:56 pm
Maghrib 5:36 pm
Isha 6:51 pm
Dhaka, Bangladesh
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ