শিরোনাম
স্টাফ রিপোর্টার :: দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক পদে যোগদান করেছেন বরিশালের সাহসী সাংবাদিক খন্দকার রাকিব।
রোববার কর্তৃপক্ষের অনুমতিক্রমে পত্রিকার প্রধান বার্তা সম্পাদক আসাদুজ্জামান’র উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।
খন্দকার রাকিব “দৈনিক আজকের বার্তা” পত্রিকায় বার্তা সম্পাদক পদে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি একাধিক আঞ্চলিক দৈনিকে দীর্ঘদিন সুনামের সাথে সাংবাদিকতা করে আসছেন। বরিশালের অন্যতম জনপ্রিয় অনলাইন পত্রিকা বরিশাল ক্রাইম নিউজের সত্বাধিকারীও তিনি।
বরিশালের বার্তা সম্পাদকদের সংগঠন নিউজ এডিটর কাউন্সিল বরিশালের বার বার নির্বাচিত সাধারন সম্পাদক খন্দকার রাকিব।
আমরা বরিশাল সংবাদ ২৪ পরিবার তার মঙ্গল কামনা করি এবং তার মতো সাহসী সাংবাদিককে অভিনন্দন জানাই
নামাজের সময়সূচি | |
---|---|
October 11, 2024 | |
Fajr | 4:38 am |
Sunrise | 5:50 am |
Zuhr | 11:45 am |
Asr | 3:57 pm |
Maghrib | 5:39 pm |
Isha | 6:51 pm |
Dhaka, Bangladesh |