শিরোনাম
লিটন বায়েজিদঃ করোনা আতংকে কাপছে দেশ, ভুগছে মানুষ। এই মরনঘাতী ভাইরাস থেকে বাচতে সরকারের নির্দেশনায় সব শ্রেণির মানুষ এখন ঘর বন্ধী। এদিকে এই নিষেধাজ্ঞার ফলে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ এখন নিয়মের বেড়াজালে কঠিন ঝাতাকলে পিষ্ঠ। দুইবেলা ভাতের ঝোগাড় করতে তারা হিমশিম খাচ্ছে। তাই এরই মধ্য দেশের বিভিন্ন স্থানে সরকারি, বেসরকারি, ব্যক্তিগত উদ্দ্যোগে চলছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসুচি। এরই ধারাবাহিকতায় বরিশালের উজিরপুর থানার দঃ সানুহার ও পঃ ভরসাকাঠির যুব সমাজের উদ্দ্যোগে এবং উক্ত এলাকার বিত্তবানদের সহযোগিতায় উক্ত এলাকার ১০০ পরিবারের প্রায় ৫ শতাধিক লোকের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন ০৩ এপ্রিল শুক্রবার। তারা জনসমাগম এড়াতে সবার বাড়িতে বাড়িতে খাবার পৌছে দেন। যুবকদের এই মহৎ কাজে খুশি হয়ে স্থানীয় মুরব্বীরা বলেন তোমাদের এই কার্যক্রম সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। খাদ্য বিতরণ কর্মসুচিতে অংশগ্রহণকারী যুবকরা বলেন এই মহান কাজে অংশগ্রহন করতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি এবং আমাদের কাজে উতসাহিত হয়ে অন্য সব এলাকার যুব সমাজ যেন সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ।
নামাজের সময়সূচি | |
---|---|
June 17, 2025 | |
Fajr | 3:43 am |
Sunrise | 5:07 am |
Zuhr | 11:59 am |
Asr | 4:39 pm |
Maghrib | 6:50 pm |
Isha | 8:14 pm |
Dhaka, Bangladesh |