শিরোনাম
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের একদিনের বেতন দেওয়া হয়েছে। এর পরিমাণ প্রায় ৩১ কোটি টাকা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপ বেগবান এবং কার্যকর করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। সেনাবাহিনীর সকল পদবির সদস্যদের একদিনের বেতনের পাশাপাশি সেনা কল্যাণ সংস্থা, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে সর্বমোট ২৫ কোটি টাকা প্রদান করা হয়েছে।
একই ধারাবাহিকতায় নৌবাহিনীর সকল সদস্যের একদিনের বেতন ও নৌবাহিনী পরিচালিত অন্যান্য প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৪ কোটি ৫০ লাখ টাকা এবং সকল বিমান সেনার একদিনের বেতন বাবদ এক কোটি ২০ লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে।