শিরোনাম
বরিশালে করোনা প্রতিরোধে ৩য় দিনে বরিশাল সংবাদ ২৪ এর পক্ষ থেকে জীবানুনাশক পানি স্প্রে ছিটানো ও মাস্ক বিতারন করে।
আজ ২৮ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বরিশাল সংবাদ পরিবারের উদ্যোগে বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় এসব জনসার্থে বিতারন করা হয়। এসময় বরিশালের বিভিন্ন রোডে চলাচল রত সাধারণ মানুষের হাতে স্প্রে করা এবং সব ধরনের যানবাহনে স্প্রে করা হয় পাশাপাশি যাদের মাস্ক নেই তাদের কে মাস্ক দেয়াও করোনা ভাইরাস প্রতিরোধে করনিও পরামর্শ প্রধান করা হয়। আর সকল জনসাধারণের কাছে করোনা ভাইরাসের কারন লক্ষ্মণ সহ সচেতনতা মূলক কার্যক্রম করা হয় অব্যাহত রাখার কথা বলেন। এসময় বরিশাল সংবাদ ২৪ এর কিছু নবিন সংবাদকর্মিসহ সাধারণ মানুষ ও অংশ গ্রহণ করেন। এই ধরনের উদ্ভগকে সবাই সাধুবাদ জানায়। এসময় বরিশাল সংবাদ পরিবারের সম্পাদক, প্রকাশক এবায়দুল হক খান তুহিন, ব্যবস্থাপনা সম্পাদক তৌহিদুল ইসলাম জুয়েল,যুগ্ন সম্পাদক মাসুদ হাসান সাগর, উপদেষ্টা আবু সাইদ খান, ও আলী আজম সহ্ আরও অনেকে উপস্থিত ছিলো। এছারাও সাধারণ মানুষের ভিতর থেকেও সেচ্ছাসেবী অনেকেই অংশগ্রহণ করে। এসময় বরিশাল সংবাদ পত্রিকার সবাই বলেন আমাদের কার্যক্রম শুরু হয়েছে যতদিন না হয় আমরা করোনা ভাইরাসের মত মহামারী দেশ এবং বিশ্ব থেকে ধংশ না হয় ততদিন আমাদের এই কার্যক্রম চলবে। এবং খান তুহিন বলেন আমাদের মত সকলের এগিয়ে আশা উচিৎ এখন দেশ জাতী অনেক বড় মহামারী পরিস্থিতি আছে সবাই এক সাথে কাজ করে এই সংকট মোকাবেলা করতে হবে। এবং সমাজের বিক্ত শালিদের সাধারণ মানুষের কথা ভেবে এগিয়ে আশা উচিৎ।