শিরোনাম
বরিশালে করোনা প্রতিরোধে অনলাইন নিউজ পোটলা বরিশাল সংবাদ ২৪ এর পক্ষ থেকে জীবানুনাশক পানি স্প্রে ছিটানো ও বিতারন করে।
আজ ২৫ মার্চ বুধবার বিকাল ৫ টার দিকে বরিশাল সংবাদ পরিবারের উদ্যোগে বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় ও সিভিল সার্জন এর কার্যলয় থেকে শুরু করে। এসময় বরিশালের বিভিন্ন রোডে চলাচল রত সাধারণ মানুষের হাতে স্প্রে করা এবং সব ধরনের যানবাহনে স্প্রে করা হয় পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক পানি স্প্রে করা হয়। আর সকল জনসাধারণের কাছে করোনা ভাইরাসের কারন লক্ষ্মণ সহ সচেতনতা মূলক কার্যক্রম করা হয়। এসময় বরিশাল সংবাদ ২৪ এর কিছু নবিন সংবাদকর্মিসহ সাধারণ মানুষ ও অংশ গ্রহণ করেন। এই ধরনের উদ্ভগকে সবাই সাধুবাদ জানায়।আজকে থেকে এ কাজের শুভ সুচনা করেন বরিশাল সংবাদ পরিবার। এসময় উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক প্রকাশকসহ অন্যনরা। এসময় বরিশাল সংবাদ পত্রিকার সম্পাদক প্রকাশক বলেন আজকে শুরু হয়েছে যতদিন না হয় আমরা করোনা ভাইরাসের মত মহামারী দেশ এবং বিশ্ব থেকে না যায় ততদিন আমাদের এই কার্যক্রম চলবে। এবং তিনি আরো বলেন যে আমাদের সকলের এগিয়ে আশা উচিৎ এখন দেশ জাতী অনেক বড় মহামারী পরিস্থিতি আছে সবাই এক সাথে কাজ করে এই সংকট মোকাবেলা করতে হবে।
নামাজের সময়সূচি | |
---|---|
February 10, 2025 | |
Fajr | 5:18 am |
Sunrise | 6:30 am |
Zuhr | 12:12 pm |
Asr | 4:13 pm |
Maghrib | 5:54 pm |
Isha | 7:06 pm |
Dhaka, Bangladesh |