শিরোনাম
সাংবাদিক রাকিব খানে’র শুভ জন্মদিন। ১৯৯৯ সালের ৩০ জানুয়ারি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের খন্তাখালী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
সাংবাদিক রাকিব খান চানপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সরকারি পাতারহাট আর.সি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এবং সরকারি পাতারহাট রশিক চন্দ্র কলেজ থেকে ডিগ্রী পাস করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখন মাস্টার্সে পড়াশোনা করেন।
সাংবাদিক রাকিব খান ডেইলি বরিশাল সংবাদ পত্রিকা’র মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে কাজ করছেন। এবং তিনি মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সদস্য।
সাংবাদিকতার পাশাপাশি তিনি অসংখ্য সামাজিক ও মানবিক প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি মেহেন্দিগঞ্জ সমাজ কল্যান ফাউন্ডেশন’র প্রচার-সম্পাদক। রক্তের সংগঠন- ব্লাড ফাউন্ডেশনের ক্লাবে’র সিনিয়র এডমিন, ও লাল সবুজ সোসাইটি মেহেন্দিগঞ্জ টিমের সাবেক সমন্বয়ক। বিডি-ক্লিন মেহেন্দিগঞ্জ টিমের সাবেক সহ-সমন্বয়ক
সাংবাদিকতায় তিনি রেখে চলেছেন অগ্রণী ভূমিকা। যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, এক সাংবাদিকের পদচারণ। যে কোন মূল্যেই তিনি তুলে নিয়ে আসেন ঘটনার অন্তরালের মূল ঘটনা।
অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন সেখান থেকেই তিনি তার চতুরতা, একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে। সত্যের সন্ধানে নির্ভীক সাংবাদিক রাকিব খান।
আজ তার জন্মদিনে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। তিনি যেন মহৎ কর্মগুলোকে এগিয়ে নিতে পারে সেই প্রার্থনাই করি।
নামাজের সময়সূচি | |
---|---|
February 5, 2025 | |
Fajr | 5:20 am |
Sunrise | 6:34 am |
Zuhr | 12:12 pm |
Asr | 4:10 pm |
Maghrib | 5:50 pm |
Isha | 7:03 pm |
Dhaka, Bangladesh |