শিরোনাম
করোনা সন্দেহে আইইডিসিআর-এ কেউ এসে আর নমুনা দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সোমবার (১৬ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় তিনি সব ধরনের সভা সমাবেশ বন্ধের নির্দেশনাও দিয়েছেন।
সেব্রিনা ফ্লোরা বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আইইডিসিআরে আর কোনো নমুনা সংগ্রহ করা হবে না। তাই এখানে কেউ আর নমুনা দিতে আসবেন না। আমাদের যে হটলাইন নম্বরগুলো রয়েছে সেখানে যোগাযোগ করলে আমাদের সদস্যরা গিয়ে বাসা থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে আসবেন। আইইডিসিআর এ আসলেও আর নমুনা সংগ্রহের সেবাটি কাউকে দেয়া হবে না।
তিনি বলেন, হটলাইনে যোগাযোগ করবেন, সেখানে যে তথ্য পাব তার ভিত্তিতে আপনাদের বাসায় আমাদের টিম চলে যাবে।
এ সময় তিনি আরও জানান, পররাষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনায় ইউরোপের সব দেশ থেকে দেশি-বিদেশি সব যাত্রী আসা যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নামাজের সময়সূচি | |
---|---|
February 4, 2025 | |
Fajr | 5:20 am |
Sunrise | 6:34 am |
Zuhr | 12:12 pm |
Asr | 4:10 pm |
Maghrib | 5:50 pm |
Isha | 7:03 pm |
Dhaka, Bangladesh |