শিরোনাম
মাইনুল ইসলাম ঃ বরিশাল নগরীর বেলতলা বাজারে সিটি কর্পোরেশনের ড্রেনে গতকাল শনি বার সন্ধায় ৭ টার দিকে একটি কুকুরের বাচ্চা পরছিলো,আজ বেলা ২ টার দিকে ফায়ারসার্ভিস কর্মিরা অনেক চেষ্টা করে জিবন বাচালো সেই কুকুরের বাচ্চাটার, এসময় স্থানীয় মানুষের মনে খুব সুন্দর একটা অনুভুতি বিরাজ করে, সবাই বলে যে মানুষের যেমন জীবন আছে প্রান আছে তেমনি কুকুরের বাচ্চাটার তো প্রান আছে এই কুকুরের বাচ্চাটার জীবন বাছিয়ে ফায়ারসার্ভিসের কর্মীরা অনেক বড় মনের পরিচয় দিয়েছে। ফায়ারসার্ভিসের কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা বলেন আমাদের দায়িত্ব হলো জনগণের সেবা দেওয়া। আর একটা কুকুরের বাচ্চা বাচানোর কারন হলো এই বাচ্চা টার তো একটা জীবন আছে সেটা বাচাতে আমাদের সবার এগিয়ে আশা উচিৎ, তাছাড়া এই কুকুরের বাচ্চা টা যদি ড্রেনে ভিতর মারা যায় তাতে মরে পচে গন্ধ বের হবে তাতে পরিবেশের জন্য একটা বড় হুমকি। স্থানীয় সবাই ফায়ারসার্ভিস কর্মীদের ধন্যবাদ জানায়।
নামাজের সময়সূচি | |
---|---|
February 7, 2025 | |
Fajr | 5:19 am |
Sunrise | 6:32 am |
Zuhr | 12:12 pm |
Asr | 4:12 pm |
Maghrib | 5:52 pm |
Isha | 7:05 pm |
Dhaka, Bangladesh |