শিরোনাম
স্টাফ রিপোর্টার :: বরিশাল মটর সাইকেল পার্টস বিজনেস এসোসিয়েশনের উদ্যোগে বরিশাল গত ২৮ জানুয়ারি মঙ্গলবার বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় বরিশাল পার্স বিজনেস এসোসিয়েশনের সদস্যবৃন্দের উপস্থিতিতে দুস্থদের মাঝে শীতবর্ষ ও কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিল বরিশাল মোটরসাইকেল পার্টস বিজনেস এসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ সাদিক হোসেন উপদেষ্টা নুরুল আমিন কয়েস, সংগঠনের সভাপতি আব্দুর রহিম তালুকদার সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন সহ-সভাপতি সুমন দাস, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জুয়েল যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আরমান, সাংগঠনিক সম্পাদক আরাফাত সিকদার, কোষাধক্ষ্য হাফিজ উদ্দিন আহমেদ রাইয়ান, দপ্তর সম্পাদক মাসুদ হাসান সাগর ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান সুমন, এবং মোসলেউদ্দিন মানিক, মোঃ বসির, শাহীন, বাপ্পি সহ বরিশালের মটর সাইকেল পার্স বিজনেস এসোসিয়েশন এর সক সদস্য ও বরিশালের সক পার্স ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন ।
নামাজের সময়সূচি | |
---|---|
February 4, 2025 | |
Fajr | 5:20 am |
Sunrise | 6:34 am |
Zuhr | 12:12 pm |
Asr | 4:10 pm |
Maghrib | 5:50 pm |
Isha | 7:03 pm |
Dhaka, Bangladesh |