শিরোনাম
অনলাইন ডেস্ক::- স্বাস্থ্য সম্মতভাবে মাংস সংরক্ষণ না করায় সিলেটে কাচ্চি ডাইনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে কাচ্চি ডাইনের শাখাকে এই জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা এ তথ্য নিশ্চিত করে বলেন, কাচ্চি ডাইনের এ শাখায় মাংস সংরক্ষণ স্বাস্থ্যসম্মতভাবে করা হয় না।
খাবারে ব্যবহৃত অনেক মসলা বিদেশি বলা হলেও আমদানির কোনো কাগজপত্র নেই। এসব অপরাধে কাচ্চি ডাইনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সিলেটে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানকালে প্রশাসনের সদস্য ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নামাজের সময়সূচি | |
---|---|
February 4, 2025 | |
Fajr | 5:20 am |
Sunrise | 6:34 am |
Zuhr | 12:12 pm |
Asr | 4:10 pm |
Maghrib | 5:50 pm |
Isha | 7:03 pm |
Dhaka, Bangladesh |