শিরোনাম
বিশেষ প্রতিনিধি::- রাজিয়া বেগম শিক্ষা সচেতন একজন আত্মপ্রত্যয়ী নারী । তিনি বরিশালের বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী । অল্প বয়সে তার বিয়ে হওয়ার কারনে নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে না পারলেও শিক্ষা সচেতন রাজিয়া বেগম দারিদ্রতাকে জয় করে তার চার মেয়ের উচ্চ শিক্ষা অর্জনে বিশেষ ভূমিকা রাখছেন।
মধ্যবিত্ত পরিবারে বিয়ে হওয়া সত্ত্বেও তিনি তার চার মেয়েকে সুশিক্ষিত করে গড়ে তুলছেন। স্বামীর স্বল্প আয়ের পাশাপাশি সংসার চালানো ও সন্তানদের পড়াশোনা চালিয়ে নিতে নিজেও কাজ করেছেন। ছেলে নেই তবু আফসোস নেই তাঁর মেয়েদেরকে সুশিক্ষিত আলোকিত ও আদর্শবান নারী হিসেবে গড়ে তুলতে তিনি নানা ভাবে উৎসাহ যোগানো অব্যাহত রেখেছেন। অদম্য ইচ্ছে শক্তি ও নিরলস অধ্যবসায়ের মাধ্যমে দারিদ্রতাকে জয় করে তার অদম্য মেধাবী মেয়েরাও কৃতিত্বের সঙ্গে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। তার বড় মেয়ে ফারজানা আক্তার সাথি বরিশাল বিএম কলেজে মাস্টার্স, মেজ মেয়ে সুমাইয়া বানারীপাড়া ডিগ্রী কলেজে ডিগ্রী শেষ বর্ষে, সেজ মেয়ে সাদিয়া আফরিন হারিছা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ৩য় বর্ষে ও ছোট মেয়ে হাবিবা ইসলাম বরিশাল সরকারী মহিলা কলেজে একাদ্বশ শ্রেণিতে অধ্যয়নরত। দারিদ্রতাকে জয় করে মেডিকেলে চান্স পাওয়ায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে দেশজুড়ে ভাইরাল হয়েছিলেন অদম্য মেধাবী সাদিয়া আফরিন হারিছা। সেই হারিছার মা রাজিয়া বেগম এবার বরিশালের শ্রেষ্ঠ সফল জননী নারী হিসেবে জয়িতা পুরষ্কার পেয়েছেন।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগ্যে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা ও জেলায় নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে বানারীপাড়ার রাজিয়া বেগমকে বরিশাল জেলার শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওসার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের উপমহা পুলিশ পরিদর্শক মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ও বরিশাল সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান।
এ প্রসঙ্গে রাজিয়া বেগম বলেন,অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ায় নিজে শিক্ষা অর্জনের সুযোগ পাইনি। মেয়েরা সুশিক্ষিত হয়ে সমাজ, দেশ ও জাতিকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারলে তাতেই আমার সুখ। এদিকে রাজিয়া বেগম প্রথমে বানারীপাড়া উপজেলায় ও পরে বরিশালের শ্রেষ্ঠ সফল জননী নারী হিসেবে জয়িতা পুরষ্কার পাওয়ায় তাদের পরিবার ও এলাকাবাসী আনন্দে উদ্বেলিত ও উচ্ছ্বসিত। বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।