শিরোনাম
স্টাফ রিপোর্টার !! বরিশাল নগরীতে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে চুরির মহোৎসব শুরু হয়েছে। গত এক সপ্তাহে বরিশাল নগরীতে ১৫ থেকে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘরে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে ৫টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সব দোকান থেকে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় ২টি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, মোঃ জাহিদ হোসেনের ১০নং ওয়ার্ডস্থ বান্দ রোডের মায়ের দোয়া ব্যাটারী হাউসে গত ২৬ নভেম্বর মধ্য রাতে দোকানের তালা কেটে নতুন পুরাতনসহ প্রায় ১৬ লক্ষাধিক টাকার বেটারী নিয়ে যায় অজ্ঞাত চোরেরা। একই রাতে পার্শ্ববর্তী দোকানদার মোঃ জুয়েলের বরিশাল হেলমেট গ্যালারী নামক দোকানের শার্টারের তালা কেটে প্রায় ৬ লক্ষাধিক টাকার ব্যাটারী সহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।
এছাড়া একই রোডের রাসেল ইলেকট্রনিক দোকান থেকে ব্যাটারী ও নগদ ১৮ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। নথুল্লাবাদ কামাল বেটারী ও টায়ার হাউজের দোকান থেকে নগদ ৪৮ হাজার ও ২৫ পিচ বেটারী নিয়ে যায়। যার মূল্য সাড়ে ৪ লাখ টাকা। কালাম মিয়া এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় জিডি করেছেন।
অপরদিকে মঙ্গলবার মধ্য রাতে নগরীর ফকির বাড়ি রোডে সেবা ফার্মেসীতে চুরির ঘটনা ঘটেছে। তার দোকান থেকে ঔষধ সামগ্রী চুরি করে নিয়েছে। এ ঘটনায় ওই দোকানের মালিক দেলোয়ার হোসেন সাধারণ ডায়েরি দায়ের করেছেন বলে জানিয়েছেন। এর কয়েক দিন আগে একই রোডের ভুঁইয়া ভবনে চুরির ঘটনা ঘটে। ধরা পরার ভয়তে ওই সময় সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায় চোর।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমরা রাতের টহল ব্যবস্থা জোরদার করেছি। প্রতি রাতে আমাদের ৮টি মোবাইল টিম টহল ডিউটি পালন করে। চুরির ঘটনায় দায়েরকৃত জিডিগুলো গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের ধরতে চেস্টা অব্যাহত রয়েছে।