শিরোনাম
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৩টি ল্যাপটপ চুরি হয়েছে। গতকাল ৭ অক্টোবর সোমবার গভীর রাতে ল্যাবের রুমের কেচি গেটের তালা ভেঙে ১৩ টি ল্যাপটপ ও ২ টি জানালার পরদা নিয়ে যায় চোর চক্র। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান জানান উজিরপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিদ্যালয়ের ল্যাপটপ চুরির ঘটনায় প্রধান শিক্ষক মামলা করবেন বলে জানান। চোর শনাক্ত এবং ল্যাপটপ উদ্ধারের চেষ্টা চলছে।