শিরোনাম
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি বরিশালের মেহেন্দিগঞ্জে ভূমিদস্যুদের হাত থেকে জমি ও ফসল রক্ষার দাবিতে মানববন্ধন করেছে দুর্গম চর অঞ্চলের জমির মালিক এবং অসহায় কৃষকেরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর ) সকাল ১০টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নেনের দুর্গম চরের ভূক্তৃভোগী মানুষেরা মেঘনা সংলগ্ন উলানিয়া টেম্পুস্ট্যান্ডে ঘন্টাব্যাপী দাড়িয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেন। দলিল যার জমি তার এমন স্লোগান লেখা ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, মেঘনার ওপারে গোবিন্দপুর নতুনচরের প্রায় ১৪হাজার একর জমি রয়েছে। সে জমির মালিকানা কাগজপত্র থাকা সত্ত্বেও আওয়ামীলীগের শাসনামলের ১৭ বছর কেউ ভোগদখলে যেতে পারেনি, বিপুল পরিমাণ এ জমি মেঘনার নদীর ওপারে দুর্গম চরে হওয়ার কারণে সেখানে প্রশাসনিক তৎপরতা কম থাকে। যার ফলে সেখানে ভূমি দস্যুদের আদিপত্ত বিস্তার ছিলো। আওয়ামীলীগের চিহ্নিত ভূমিদস্যুরা জোরপূর্বক জমি দখল করে জমির ফসল কেটে নিয়ে গিয়েছিলো। দস্যুদের বাধা দিতে গেলে তারা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দিয়েছিলো। প্রাণভয়ে ওইসকল সন্ত্রাসী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কথা বলতে ও বাধা দিতেও ভয় পাচ্ছিলেন এলাকার অসহায় কৃষকরা। ভূমিদস্যুদের কবল থেকে চরাঞ্চলের অসহায় কৃষকদের জমি দখলমুক্ত ও ফসল রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
ভুক্তভোগীদের সাথে মানববন্ধনে অংশ নেওয়া গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মাঝি এবং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান তালুকদার বলেন, তাদের ইউনিয়নের দুর্গম চরের মালিক এবং কৃষকদের প্রায় ১৫ হাজার একর জমি দখল এবং ফসল লুট করার অভিযোগ সাবেক সাংসদ পংকজ নাথ এবং তার অনুসারী সাবেক চেয়ারম্যান প্রয়াত আলতাফ হোসেন সরদার ও তার ছেলে তারেক সরদার, সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, খবির সিকদার, কামাল হাওলাদার, আঃ রশিদ, হাশেম কারিগর ও নওশাদ সিকদার এর বিরুদ্ধে। ভূমিদস্যুদের কবল থেকে জমি ও জমির ফসল রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনকারীরা।
নামাজের সময়সূচি | |
---|---|
November 3, 2024 | |
Fajr | 4:48 am |
Sunrise | 6:01 am |
Zuhr | 11:41 am |
Asr | 3:42 pm |
Maghrib | 5:21 pm |
Isha | 6:35 pm |
Dhaka, Bangladesh |
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |