শিরোনাম
বরিশাল সংবাদ ডেস্ক পদ স্থগিত হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বরিশাল বিভাগের নেত্রী বিলকিস জাহান শিরিণের পক্ষে বিবৃতি দিয়েছে বরিশাল মহানগর যুবদল। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বরিশালের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে।
বিতর্কিত ও সংগঠন পরিপন্থি কর্মকান্ডের কারণে বিলকিস জাহান শিরিণের সাংগঠনিক পদ স্থগিত করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শিরিণ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি সরকারি পুকুর দখলসহ জোড়পূর্বক বাড়ি দখল করেন।
গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পরপরই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দলের কেন্দ্রীয় কমিটি। ১১ আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পদ স্থগিত করা হয় বিলকিস জাহান শিরিণের।
এ প্রেক্ষিতে সোমবার বিএনপি নেত্রী শিরিণের পক্ষে বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদর রহমান মাসুদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান স্বাক্ষরিত এক বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিণের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে বরিশাল মহানগর যুবদলের নিন্দা। গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্রিকা ও নিউজ পোর্টালে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিণের বিরুদ্ধে অপপ্রচারমূলক সংবাদ প্রকাশ করা হয়, যা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। বিলকিস জাহান শিরিণ দলের একজন একনিষ্ঠ ও পরীক্ষিত নেত্রী। ৯০’র এরশাদবিরোধী আন্দোলন থেকে হাসিনাবিরোধী আন্দোলন পর্যন্ত তিনি রাজপথে ছিলেন। তিনি ব্রজমোহন কলেজের এজিএস, জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দলের অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় দলের দুর্দিনে বরিশাল বিভাগ বিএনপিকে চাঙ্গা এবং আন্দোলনমুখী করতে প্রচুর ভূমিকা রেখেছেন। ২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট পর্যন্ত তার অবস্থান ছিল চোখে পড়ার মত। দলের ভেতরে ঘাপটি মেরে থাকা সুবিধাবাদীরা তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাকে রাজনৈতিক মাঠ থেকে দূরে সরানোর অপকৌশল করে যাচ্ছেন।
জেলা যুবদলের এমন বিবৃতি প্রসঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা মহানগর যুবদলের এমন বিবৃতিকে কেন্দ্রকে অপমানের শামিল বলে মনে করেন। তারা বলেন, কেন্দ্র যাচাই-বাছাই করে বিলকিস জাহান শিরিণের পদ স্থগিত করেছে। এখানে যারা দ্বিমত করছে বা শিরিণের পক্ষে কথা বলছে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপমান করছে। যারা বিতর্কিত ও পদ স্থগিত হওয়া নেত্রীর পক্ষে অবস্থান নিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করছে তাদের আজীবন বহিষ্কারের দাবিও জানান এই নেতাকর্মীরা।
বিবৃতির বিষয়ে বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদর রহমান মাসুদ বলেন, ‘আমি দলের বিরুদ্ধে কিছু বলি নাই, যারা আপার (শিরিণ) বিরুদ্ধে কুৎসা গায় তাদের বিরুদ্ধে বিবৃতি দেয়া হয়েছে।’
এই বিবৃতি বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে দেয়া হলো কিনা, এমন প্রশ্নের জবাবে বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান বলেন, ‘আমরা কেন্দ্রের বিরুদ্ধে কিছু বলিনি, কিন্তু ঘটনাটা আমাদের কাছে সত্যি মনে হয়নি তাই বিবৃতি দিয়েছি।’
বরিশাল মহানগর যুবদলের বিবৃতির বিষয়ে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মরিরুজ্জামান ফারুখ বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে বা পদ স্থগিত হওয়া কোনো নেত্রীর পক্ষে বিবৃতি দেয়ার কোনো নিয়ম বরিশাল মহানগর যুবদলের আছে কিনা আমার জানা নেই।’
এদিকে সোমবার দুপুরে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবিএম সালাউদ্দিনের দেয়া বাড়ি দখলের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বিলকিস জাহান শিরিণের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তে গিয়েছিল পুলিশ।
নামাজের সময়সূচি | |
---|---|
October 11, 2024 | |
Fajr | 4:38 am |
Sunrise | 5:50 am |
Zuhr | 11:45 am |
Asr | 3:57 pm |
Maghrib | 5:39 pm |
Isha | 6:51 pm |
Dhaka, Bangladesh |